এবারের গরমটা ভীষণ অস্বস্তিকর। বিশেষত নারীদের জন্য তা অনেক যন্ত্রণার। নাগরিক জীবন অসহ্য হয়ে উঠছে গরমে। এ সময়ে পোশাক নির্বাচনে তাই সকলেই কম বেশি সচেতন। হালকা রঙের নরম কাপড়ের স্লিভলেস পোশাক গরমে স্বস্তি দেয়।
হাল আমলের ফ্যাশনের সাথে মানানসই স্লিভলেস পোশাক গরমে বাড়তি স্বস্তি দেয়। পোশাকের বিষয়ে ফ্যাশনটা জরুরি। এই গরমে স্লিভলেস পোশাকের সাত সতেরো জানাচ্ছেন ফাতিন আহমেদ।
একটা বিষয় ভাবনার
রক্ষণশীল সমাজে স্লিভলেস পোশাককে অনেকেই বাঁকা-চোখে দেখেন। অনেকে এসব ভেবে স্লিভলেস পোশাকে তেমন স্বচ্ছন্দ হতে পারেন না। তবে সময় বদলেছে। গরমে স্বস্তি চাইলে স্লিভলেস পোশাক পরা যেতেই পারে। তবে স্লিভলেস পোশাকের ক্ষেত্রে ব্যক্তিত্ব ও শারীরিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণতা যাচাই করা জরুরি।
ফ্যাশন ট্রেন্ডে স্লিভলেস
ভ্যাপসা গরম যখন হয় তখন তরুণী থেকে শুরু করে একটু বয়স্ক যারা গরমে তাদের সবারই পছন্দের তালিকায় স্লিভলেস পোশাক পৌঁছে গেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বন্ধুদের সঙ্গে আড্ডা অথবা কোনো ইভেন্টে স্লিভলেস যেকোনো পোশাকই মানিয়ে যায়। স্লিভলেস সালোয়ার-কামিজ, জিন্সের সঙ্গে স্লিভলেস কুর্তি বা টপস অহরহ ফ্যাশন সচেতন নারীরা পরে থাকে। আবার অনেকে শাড়ির সঙ্গে মিলিয়ে নিচ্ছেন হালকা রঙের স্লিভলেস ব্লাউজ।
এই গরমে সুতির স্লিভলেস
প্রত্যেক বছরের মতো এবার দেশীয় ফ্যাশন হাউস গরমের আয়োজনে সুতি কাপড় ব্যবহার করছে। তার ওপর ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট ও হালকা সুতার কাজ করা স্লিভলেস পোশাক এখন দেখা যাচ্ছে। দেশি তো বটেই, ওয়েস্টার্ন ড্রেসের অনেক স্লিভলেস পোশাক আছে। স্লিভলেস ওয়েস্টার্ন আউটফিটে মানানসই তো বটেই। সঙ্গে দেশীয় আউটফিটেও মন্দ লাগে না। স্লিভলেস ড্রেস হয়ে উঠেছে এবারের ভ্যাপসা গরমের ফ্যাশন ট্রেন্ড।
কিভাবে পরবেন
যেকোনো ক্ষেত্রে পার্টিতে পরার জন্য শাড়ির সঙ্গে অনেকেই স্লিভলেস ব্লাউজ বেছে নেন। তাই শাড়ির সঙ্গে মানায় এমন ভিন্ন রংয়ের স্লিভলেস ব্লাউজ দেখতে দারুণ লাগে। যদি শাড়ি এড়িয়ে চলতে চান তাহলে পরতে পারেন স্লিভলেস কামিজ। আরও আছে কুর্তি বা টপস। কামিজের বা ফতুয়ার কাটিং যেমন তেমন হোক হাতা স্লিভলেস হওয়াই ভালো। কারণ তা গরমে আরামদায়ক হবে আবার ফ্যাশনেবলও হবে।
স্লিভলেসের নকশায় জরুরি কী?
এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আর্মহোলের কাট। আর্মহোলের মাপ অনুযায়ী সব হতে হবে। আর্মহোলের কাট ঠিক না হলে বাজে লাগবে। এই গরমে বৈরি আবহাওয়ায় তরুণীদের জন্য ক্যাটিং, নেক লাইনে ভিন্নতায় তৈরি পোশাকি শুভ্রতা বিবেচনা করে আউটফিট আনা হয়েছে। মেয়েদের এসব আউটফিট হিসেবে অনেক ফ্যাশন হাউজে স্লিভলেস ফতুয়া, কামিজসহ হালকা ও বর্ণিল রঙের পোশাকের আয়োজন পাওয়া যাচ্ছে। এখন প্রায় সব বড় ব্র্যান্ডই স্লিভলেস পোশাক নিয়ে আসছে। ওয়েস্টার্ন আউটফিটের হাউসের মধ্যে ক্যাটস আই, এক্সটাসি, ইয়েলো, লা রিভে হরেক ধরনের কাটিংয়ের স্লিভলেস পোশাক নিয়ে এসেছে। আর দেশীয় ফ্যাশন হাউস যেমন আড়ং, নগরদোলা, বিশ্বরঙ, রঙ বাংলাদেশ, অঞ্জন’স-এ গেলে হয়তো পাবেন পছন্দের স্লিভলেস পোশাকটি। ব্রান্ডের বাইরে যেতে চাইলে বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক, মৌচাক মার্কেট, চাঁদনিচক, গাউছিয়া ও নিউমার্কেটে যেতে হবে। গজ কাপড় কিনে বানিয়ে নিতে পারেন মনের মতো স্লিভলেস পোশাক।
কী পরবেন সঙ্গে
প্রচন্ড গরমে স্লিভলেস পোশাকের সঙ্গে পালোজ্জা বা লেগিংস মানাবে। পোশাক অনুযায়ী বেছে নিন। মনে রাখতে হবে, স্লিভলেস পোশাক পরলে হাতে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। নয়তো সূর্যের কড়া আঁচ আপনার হাতকে রেহাই দেবে না। প্রতিদিন বাসায় ফিরে যেকোনো স্ক্রাব দিয়ে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। ত্বকের ওপর সময়ের সঙ্গে সঙ্গে নানা ময়লা জমে। স্ক্রাব করলে ময়লা দূর হয়ে যাবে। কারণ সারাদিন হাত খোলা থাকার ফলে অনেক ধুলা জমে। এই ধুলোও পরিষ্কার করার বিষয়টি নিয়ে বাড়তি ভাবনা রাখতে হবে।