মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫ ২৮ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫
নির্বাচনী প্রচারনায় সরগরম আখাউড়া
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৭:২৯ PM
জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচন। দ্বিতীয় ধাপে ২১ মে এ নির্বাচন ঘিরে পুরো উপজেলা উৎসবমুখর। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ভোটারদের বাড়িবাড়ি যাচ্ছেন। মোট কথা সব ভোটারদের দুয়ারে যাওয়ার চেষ্টা করছেন প্রার্থী ও তার সমর্থকরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে পাড়া-মহল্লার অলিগলি ও চায়ের দোকানগুলোতে চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। প্রার্থীদের নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে গ্রাম-গঞ্জের হাটবাজার, অলিগলিসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।

ভোটারদের মন জয় করতে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটারদের কাছ থেকে সারা পেয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রার্থীরা।

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুরাদ হোসেন ভুঁইয়া (আনারস) প্রতীক আর মনির হোসেন (ঘোড়া) প্রতীক নিয়ে এ দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তার বলেন, ‘প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে চলছেন কি না তা নিশ্চিত করতে মাঠে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আমরা সব বিষয় সজাগ দৃষ্টি রাখছি।

উল্লেখ্য, আখাউড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ২৭ হাজার ৮৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৫ হাজার ৯৭৬ জন, নারী ভোটার ৬১ হাজার ৮৯১ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার তিনজন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত