গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস সহ অন্যন্যরা। শেষে চ্যাম্পিয়ান দল পালদী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও রানার আর্প টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয় দলকে পুরস্কার বিতরণ করা হয়।