রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৫:৪৭ PM
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্টে আরিফ মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের রাজিবপুর গ্রামে। নিহত আরিফ এই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাবুল মিয়া গতকাল শুক্রবার (১৭মে) দিবাগত রাত ২.৩০ মিনিটের দিকে নিজ ঘরের সার্ভিস লাইনের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়,তারপর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালন কারী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান ফযলুর রহমান বিদ্যুতপৃষ্টে রাজিবপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে আরিফ মিয়া নিহত হয়েছেন।বিষয়টি খুবই মর্মান্তিক ও দু:জনক।  

কেন্দুয়া থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক পিপিএম বিদ্যুৎপৃষ্টে  বাবুল মিয়ার ছেলে আরিফ মিয়া শুক্রবার (১৭ মে) রাত ২.৩০ মিনিটে বিদ্যুৎপৃষ্টে নিহত হয়েছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত