জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা অনুষদের গবেষণা জার্নাল প্রকাশিত হয়েছে। এবার প্রথম বারের মতো জার্নাল অফ আর্টসের ১৩তম ভলিউম দুই খণ্ডে প্রকাশিত হলো।
সোমবার (২০ মে) জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম জার্নালের মোড়ক উন্মোচন করেন।
জার্নালের প্রধান সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন বলেন, সচরাচর প্রশাসন যেখানে মুল বাজেট বরাদ্দ দিতে গড়িমসি করে সেখানে অতিরিক্ত বাজেট বরাদ্দ দিয়ে এত সংখ্যক শিক্ষকদের কল্যাণে পদক্ষেপ গ্রহণ করার জন্য উপাচার্য ও ট্রেজারার কে আন্তরিক ধন্যবাদ জানায়।
তিনি বলেন, জার্নাল প্রকাশের ক্ষেত্রে উপাচার্য দায়িত্ব সুলভ যে ভূমিকা পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তা মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির চৌধুরী, জার্নালের প্রধান সম্পাদক কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. রইছ উদদীনসহ সম্পাদনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, শিক্ষকদের পদোন্নতি ও স্থায়ীকরণ ইত্যাদিতে অনুষদীয় জার্নালে প্রকাশিত প্রবন্ধ অধিক গ্রহণযোগ্যতা পাওয়ায় জার্নাল টিতে প্রচুর সংখ্যক লেখকের প্রবন্ধ জমা হয়। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর চূড়ান্ত প্রকাশের জন্য ৬০টি প্রবন্ধ চূড়ান্ত হয়। যা একটি পার্টে প্রকাশ করা সম্ভব ছিলনা। এমন বাস্তবতায় উপাচার্য স্ব উদ্যোগী হয়ে ইংলিশ প্রবন্ধ গুলোকে পার্ট ২ এ প্রকাশের সিদ্ধান্ত দেন এবং অতিরিক্ত বাজেট অনুমোদন দেন।