শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
কমলনগরে তিন ব্রিজের উদ্বোধন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ মে, ২০২৪, ৪:৪১ PM
লক্ষ্মীপুরের কমলনগরে ১৫ কোটি টাকা ব্যায়ে নব নির্মিত তিনটি ব্রিজের উদ্বোধন করা হয়েছে। রোববার লক্ষ্মীপুর -৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন এসব ব্রিজ উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ সোহেল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন,আওয়ামী লীগ নেতা ফজলুল হক সবুজ, মোহাম্মদ উল্লাহ, আশরাফ উদ্দিন রাজন রাজু,আবুল বাছেত, নুরুল ইসলাম সাগর ও মোয়াজ্জেম হোসেন প্রমুখ। 

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা যায়,পাটোয়ারী হাট ইউনিয়নের খায়ের হাট এলাকার জারিরদোনা খালের উপর একটি, চর কাদিরা ইউনিয়নের চর ঠিকা এলাকায় ভুলুয়া নদীর উপর একটি ও একই ইউনিয়নের ইসলামগঞ্জ জিপিএস সড়কে একটি সহ এ তিনটি ব্রীজ এলজিইডি বাস্তবায়ন করে। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে তিনটি ব্রিজের নির্মাণকাজ শেষে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এসময় বিপুল ভোটে তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করায়  উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন,আপনাদের অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। যতদিন আছি এ ধরণের উন্নয়নমূলক কাজ করে যাবো ইনশাআল্লাহ । 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত