চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে, উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুশান্ত চন্দ্র বর্মন, মেডিকেল অফিসার ডাঃ এ এফ এম মাহমুদুর রহমান, ডাঃ নুসরাত শারমিন, স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকগণ।
সভায় জানানো হয়, ১ জুন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১৯৪ টি ক্যাম্পে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস হতে ১১ মাসের ৪ হাজার ৪ শত ৮০ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ হতে ৫৯ মাসের ৩৩ হাজার ৬ শত ৭৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।