উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে। নদীর বুক চিরে বেরিয়ে আসা বালুর চড় গুলো ডুবতে শুরু করেছে পানির তলায়।
নীলফামারীতে তিস্তা নদী তার স্বাভাবিক রূপ ধারণ করছে। ৩০ মে বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের ঢলে বেড়েছে তিস্তা নদীর পানি তবে বিপদ সীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দ- দৌলা জানিয়েছেন ২৭ মে পর্যন্ত ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির প্রবাহ ছিল ১০ হাজার কিউসেক। ৩০ মে বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত পানির প্রবাহ পাঁচ হাজার কিউসেক বেড়ে ১৫ হাজার কিউসিকে প্রবাহিত হচ্ছে। বিপদ সীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হলেও ধীরে ধীরে তিস্তা নদী স্বাভাবিক রূপে ফিরে আসছে।