বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়ার এক সমর্থককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গুরুত্বর অবস্থায় আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে এই হামলার ঘটনা ঘটে।
চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়া অভিযোগ করে বলেন, সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে আমার সমর্থক গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম কাজল (৪০) কাপ-পিরিচ মার্কার প্রচারনা চালাচ্ছিলেন। এরইমধ্যে হারিছুরের সমর্থক ফিরোজ মিয়া মুকুল, ইউপি সদস্য ইসমাইল হোসেন হীরা ও নয়ন শরীফের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রচার-প্রচারনায় বাঁধা দেয়। আমার সমর্থক কাজল তাদের বাঁধা উপেক্ষা করে প্রচারনা চালালে তাকে (কাজল) পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।
খবর পেয়ে কাজলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুত্বর। বলে জানিয়েছেন। এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।