নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ৭ দিন ব্যাপী স্মাট ভুমি সেবা সপ্তাহে ও ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৮ জুন সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আলাদা স্হানে ২০২৪ শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নীলফামারী (৪) সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াদ আরফান সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো ইমরান সরদার, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর- ই- আলম সিদ্দিকী, স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, উপজেলা প্রকোশলী এম এম আলী রেজা রাজু, কাশিরামবেলপুকুর ইউপি চেয়ারম্যান লান্চু হাসান চৌধুরীর, ইউনিয়ন উপসহকারী (ভুমি) কর্মকর্তাগণসহ আরোও বক্তরা প্রমুখ।