দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে পাল্টে দিয়েছে ভূমিহীন-গৃহহীন মানুষদের জীবনযাত্রা।
আশ্রয়ন প্রকল্পের ঘর অনেকেরই জীবন পরিবর্তনের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। ভূমিহীনদের ছিলোনা কোন স্থায়ী ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের ঘর সহ জমির মালিকানা পেয়ে খুঁজে পেয়েছেন ভূমিহীন-গৃহহীন মানুষ তাদের আসল ঠিকানা।
শনিবার (৮ জুন) দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন বিয়ষক প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা এবং ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাকিল আহমেদ এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনা মাধ্যমে জনগণকে আরও দক্ষ ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা লোকমান হাকিম প্রমুখ।
ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সেবা সপ্তাহে জেলার উপজেলা পর্যায়ে সকল ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করা হয়েছে।
বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সেবা প্রার্থীসহ সর্বস্তরের জনসাধারণদের নিয়ে আলোচনা সভা, সেমিনার, র্যালির মধ্য দিয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। এসময় তিনি নামজারির আবেদন প্রক্রিয়া, ভূমি উন্নয়ন কর, প্রদানের জন্য রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জনসাধারণের সাথে সরাসরি মতবিনিময় করেন।