রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের যারা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪, ১:২০ PM আপডেট: ১৯.০৬.২০২৪ ১:২৭ PM
চার ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ২০২৪ টি-টোয়েন্টি সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে তানজিম হাসান সাকিব-মোস্তাফিজুর রহমানরা আছেন সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় সেরা দশে। তাওহিদ হৃদয় অন্য একটি তালিকার সেরা দশে আছেন। 

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ এরই মধ্যে পরিচিতি পেয়েছে বোলারদের বিশ্বকাপ হিসেবে। ‘ব্যাটারদের বধ্যভূমি’খ্যাত বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের অবস্থা বেশ হতাশাজনক। ৯৫ রান করে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক হৃদয়  নেই ব্যাটারদের সেরা দশের তালিকায়। 

গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটারদের তালিকায় প্রথম দশে আছেন তিনি। ৬ ছক্কা হাকিয়ে তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন হৃদয়। যার মধ্যে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলার সময় মেরেছেন ৪ ছক্কা। ওয়ানিন্দু হাসারাঙ্গার বিপক্ষে ছক্কার হ্যাটট্রিক করেছিলেন। হৃদয়ের সমান ৬টি করে ছক্কা মেরেছেন ট্রাভিস হেড ও চারিথ আসালাঙ্কা। 

ছক্কা মারার দিক থেকে যৌথভাবে শীর্ষে দুই আয়োজক দলের দুই ক্রিকেটার। যুক্তরাষ্ট্রের অ্যারন জোনস ও ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান দুজনেই মেরেছেন ১৩ ছক্কা। 

মঙ্গলবার (১৭ জুন) আফগানিস্তানের বিপক্ষে ৫৩ বলে ৯৮ রান করেছেন পুরান। মেরেছেন ৮ ছক্কা। আর জোনস তার ১৩ ছক্কার ১০টাই মারেন কানাডার বিপক্ষে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত