দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য রিজার্ভ ডে সুবিধা রাখা হয়নি।
রিজার্ভ ডে না থাকায় ফাইনালে কারা উঠবে আইসিসি সেটিও নির্ধারণ করে দিয়েছে। সে অনুসারে কপাল পুড়তে পারে ইংলিশদের, সরাসরি ফাইনাল খেলতে পারে রোহিত শর্মার ভারত।
বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, শুধুমাত্র প্রথম সেমিফাইনাল ও ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে বরাদ্দ আছে। আর দ্বিতীয় সেমিফাইনালের জন্য অতিরিক্ত সময় রাখা হয়েছে ২৫০ মিনিট। দ্বিতীয় সেমিফাইনালেও যদি রিজার্ভ ডে রাখা হতো, তাহলে সেটি গড়াবে ২৮ জুন রাত ৮টা ৩০ মিনিটে।
রিজার্ভ ডে-তে গড়ালে এই ম্যাচে যে দল জিতবে, তাদের ২৯ তারিখ ব্রিজটাউনে পৌঁছেই ফাইনালে মাঠে নেমে পড়তে হবে। কিন্তু আইসিসি চাচ্ছে ২৮ জুন ট্রাভেল ডে হিসেবে চিহ্নিত হোক এবং ২৯ জুন ফাইনাল আয়োজিত হোক।
এ ছাড়া যদি ভারত সেমিফাইনালে যায় তাহলে সুপার এইটের ফলাফল যাই হোক না কেন পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তারা দ্বিতীয় সেমিফাইনাল খেলবে।
দেশটির অতিরিক্ত দর্শকের কাছ থেকে পাওয়া ভিউয়ারশিপের কথা মাথায় রেখে ভারত দ্বিতীয় সেমিফাইনাল খেলবে। আবার বৃষ্টির জন্য বাড়তি সময়ের মধ্যেও যদি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা না যায়, তাহলে সুপার এইটে যে দল পয়েন্ট তালিকায় ওপরে থাকবে, তারা ফাইনালের যোগ্যতা অর্জন করবে।
বৃষ্টির কারণে খেলায় বিঘ্ন সৃষ্টি হলে ফলাফলের জন্য প্রতিটি দলকে ন্যূনতম অন্তত ৫ ওভার করে খেলতে হয়। যা বিশ্বকাপের গ্রুপপর্ব ও সুপার এইট রাউন্ডে বাস্তবায়ন করা হয়েছিল। তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য সেটি হবে ১০ ওভারে।