দেশব্যাপী কোটা বিরোধী আন্দেলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের গৌরনদীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদমিছিল বের হয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক প্রদক্ষিন করে।
শেষে প্রতিবাদ সমাবেশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র আলহাজ মো. আলাউদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.জামাল হোসেন বাচ্চু, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদার, পৌরকাউন্সিলর মোঃ ইখতিয়ার হাওলাদার, মো. লিটন বেপারী, সাবেক কাউন্সিলর গোলাম আহাদ মিয়া রাসেল, সাবেক কাউন্সিলর মো. নূর-আলম সিকদার, উপজেলা শ্রকিম লীগের আহবায়ক মো.শাহাবুল খান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো.ইমরাত খান, আবির হোসেন হিমেল, ছাত্রলীগ নেতা অনিক ভূইয়া।