শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ঐতিহ্যবাহী বার্থী মন্দির মাদ্রাসার ছাত্রদের পাহাড়া
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ২:৫৪ PM
প্রায় দুই’শত বছরের পুরানো ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মন্দির সার্বিক নিরাপত্তার জন্য সাবেক অতিরিক্ত সচিব ড. নাসির উদ্দিনের তত্ত্ববধায়নে পাহাড়া দিচ্ছেন স্থানীয় মাদ্রাসার ছাত্ররা। 

সাবেক অতিরিক্ত সচিব ড. নাসির উদ্দিন মুঠো ফোনে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর একটি মহল দেশের বিভিন্ন স্থানে ঘোলাপানিতে মাছ স্বীকারের জন্য সংখ্যালঘুদের বাড়ি, ঘর ও মন্দিরে হামলা চালাচ্ছে। 

পুরানো ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মন্দির সার্বিক নিরাপত্তার জন্য মঙ্গরবার রাত থেকে বার্থী মাদ্রসার ছাত্রদের দিয়ে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। 

মন্দিরের পুরোহিত জানান, মন্দিরের নিজস্ব সিকিউরিটি গার্ডের পাশাপাশি মাদ্রসার ১০ জন করে ছাত্র পর্যায়ক্রমে পাহাড়া দিচ্ছেন। যুদল নেতা আবু ওমর তালুকদার লিটন বলেন, এটা একটি ভালো উদ্যোগ। এ উদ্যোগকে সাধুবাদ জানাই। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত