শনিবার ২৬ জুলাই ২০২৫ ১১ শ্রাবণ ১৪৩২
শনিবার ২৬ জুলাই ২০২৫
ছাদে খেলতে গিয়ে পুলিশের শটগান পেল শিশুরা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৭:২১ PM
রাজধানীর মোহাম্মদপুরে বাসার ছাদে শিশুরা খেলতে গিয়ে একটি শটগান পায়। ভুলবশত শিশুরা একটি গুলিও করে তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়।

আজ শুক্রবার (৯ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান ৪ নাম্বার রোডের ৩৩ নম্বর বাসার ছাদ থেকে এ শটগানটি উদ্ধার করা হয়।

শিশু নুর আলম বলেন, আমি আমার ছোট দুই ভাই রিফাত ও সোহান পাশের বাসার গলির ভেতরে অস্ত্রটি দেখতে পেয়ে তুলে আনি। পরে আমরা সেটিকে ছাদের ওপরে নিয়ে আসি। আনার পরে ভুলবশত চাপ দিলে একটি গুলি বের হয়। এরপর আমার বাবা খবরটি পেয়ে সবাইকে জানাই। এরপর সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে অস্ত্রটিকে নিয়ে যায়।
সেনাবাহিনীর ইস্টবেঙ্গলের মোহাম্মদপুরের ওয়ারেন্ট অফিসার মো. নিজাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি শর্টগান একটি তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করি।

এসময় তিনি সবার উদ্দেশ্যে বলেন, এসব অস্ত্র আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আপনাদের কাছে এখনো যদি কোনো অস্ত্র থেকে থাকে সেগুলো আমাদের কাছে জমা দিয়ে দেন অন্যথায় কয়েকদিনের মধ্যে ঘোষণা আসলে আমরা এ অস্ত্র কারো কাছে পেলে তাদের শাস্তির মুখোমুখি করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত