রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
বগুড়ায় আন্দোলনে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র ইয়াসতিকের সন্ধান পায়নি পরিবার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৪:০৪ PM
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র ইয়াসতিক হাসানের (১৩) এর এখনও সন্ধান পায়নি পরিবার।সবগুড়া শহরের ফুলবাড়ি সুবিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সে।

৪ আগস্ট সকালে বাসা থেকে বের হয়ে ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার পর থেকে ইয়াসতিকের সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ স্কুল ছাত্র ইয়াসতিক হাসানের বাবা মোশারফ হোসেন সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় বসবাস করেন ও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

তিনি আরো হোসেন জানান, তাঁর ছেলে ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নিয়ে সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসতো।

৪ আগস্ট সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। ওই দিন রাত থেকে বিভিন্ন হাসপাতাল, আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। থানা পুলিশের কার্যক্রম না থাকায় সাধারণ ডায়েরিও  (জিডি) করতে পারেননি মোশারফ হোসেন।

এ ব্যাপারে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত দুদিন ধরে থানা পুলিশের কার্যক্রম শুরু করা হয়েছে। স্কুলছাত্র নিখোঁজের বিষয়টি থানায় জানালে অনুসন্ধান করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত