সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বন্যার্তদের টাকা ছিনিয়ে নেয়ার সময় ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১১:১২ AM
বন্যার্তদের সহায়তার জন্য সংগ্রহ করা টাকা ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে হাফিজুর রহমান (১৮) নামে এক শিক্ষার্থীকে খুন করা হয়েছে। নিহত হাফিজ রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোড জাহাজ বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত হাফিজের সহকর্মী সাকিবুল ইসলাম বলেন, আমরা বন্যার্তদের সহায়তার জন্য টাকা তুলছিলাম। আমাদের কাছে প্রায় ৬৫ হাজার টাকা ছিল। ওই টাকা নিয়ে রাতেই ফেনীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম।

রামপুরা ওয়াপদা রোডের একটি চায়ের দোকানে বসে কথা বলার হয় হঠাৎ একদল লোক এসে হাফিজ ভাইয়ের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।তিনি জানান, এতে বাধা দিলে তারা হাফিজকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক রাতেই মৃত ঘোষণা করেন।

নিহত হাফিজ পশ্চিম রামপুরা পাকা মসজিদ এলাকায় নিজ বাসায় থাকতেন। তার বাবার নাম লুৎফর রহমান। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত