রাজধানীর শাহবাগ মোড়ে ব্যাটারি-মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ ৭ দফা দাবিতে অবস্থান নিয়েছেন প্যাডেলচালিত রিকশাচালকরা।
ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা প্রতিটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়ে দেন তারা।
আজ সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। অবস্থান কর্মসূচির আয়োজন করে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোট।
তাদের দাবি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে; সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে।
অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে; ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের লাইসেন্স প্রাপ্ত রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে।
এর আগে গতকাল রোববার চাকরি জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করেন কয়েক হাজার আনসার সদস্য। পরে রাতে সচিবালয় অবরুদ্ধ করেও বিক্ষোভ করেন তারা।
দাবি মেনে নেওয়ার পরও অবরোধ চালিয়ে অরাজকতা করার চেষ্টা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের ধাওয়া দেন। পরে তারা পালিয়ে যান। এ সময় সেনাবাহিনীর সদস্যা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
গতকাল সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে এক ভাষণে বলেন, আপনারা কেউ কোনো কর্মসূচি দিয়ে আমাদের ঘেরাও করে কাজের ব্যাঘাত ঘটাবেন না। কোনো দাবি-দাওয়া থাকলে লিখিতভাবে আমাদের কাছে পেশ করুন।