শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
সড়ক দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শ্রমিকের মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ২:৫১ PM
ঈশ্বরদীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক শ্রমিক নিহত হয়েছেন। 

২৭ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা সদরের পোষ্ট অফিস মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম সাইফুল ইসলাম (৫১)। তিনি লালপুর উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের মকবুল হোসেন। 

বিদ্যুৎকেন্দ্রে রুইন ওয়ার্ল্ড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তবে আহত ২ জনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাইফুল নিজ বাড়ি থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন। 

সদর উপজেলার পোষ্ট অফিস মোড় এলাকায় বিপরীত দিক থেকে রাজশাহীমুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের থাকা তিনজন সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে সাইফুল ইসলামের মৃত্যু হয়। এতে ওই দুই আরোহী আহত হন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য সাইদুলের লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ট্রাকটিকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত