শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
র‌্যাবের পোশাকে জুয়েলার্স ব্যবসায়ীকে অপহরণ, ১০ লাখ টাকা ছিনতাই
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৮ PM আপডেট: ০২.০৯.২০২৪ ১:১২ PM
যশোরে দুই জুয়েলার্স ব্যবসায়ী যুবককে র‌্যাবের পোষাকে তুলে অপহরণ করে মোটা অংকের টাকা নিয়ে নড়াইল থেকে ফেলে দিয়ে পালিয়ে গেছে প্রতারক চক্রটি। ‌

রাত পৌনে দশটার দিকে শহরের বেজপাড়া এমএসটিপি স্কুলের সামনে ঘটনাটি ঘটে। পরে রাত ১১ টার পর ওই যুবককে ডিবি পুলিশ নড়াইল জেলার তুলারামপুর ব্রীজের পাশ থেকে উদ্ধার করেছে। তবে, টাকা উদ্ধার করা সম্ভাব হয়নি।

যশোর শহরের জুয়েলার্স ব্যবসায়ী নিসিথ সরকার জানান, রোববার রাত নয়টার পর দোকান বন্ধ করে তার ছেলে আকাশ সরকার ও কর্মচারী দিপ্ত সাহাকে ক্যাশে থাকা টাকা দিয়ে বাড়ি চলে যেতে বলেন। তারা ওই টাকা নিয়ে দুজনে রিক্সায় বেজপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। 

পরে জানতে পারেন তাদেরকে র‌্যাব পরিচয়ে মাইক্রোতে একদল যুবক উঠিয়ে নিয়ে গেছে। এরপর তিনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন। এমনকি র‌্যাবের সাথেও যোগাযোগ করা হয়। একপর্যায় ডিবির দারস্থ হন তিনি। তবে, ছেলে ও কর্মচারীর কাছে কত টাকা ছিলো তা এখনি বলতে পারছেন না বলে জানান তিনি।

যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যান। সেখানকার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগহ করেন। সেখানে দেখা যায় র‌্যাবের পোষাক পড়া একদল যুবককে আকাশ ও দিপ্তকে রিক্সা থেকে নামিয়ে হাত কড়া পরিয়ে মাইক্রোবাসে উঠিয়ে নড়াইলের দিকে চলে যায়। পরে তারা ভিকটিমদের মোবাইল ফোন ট্রাকিং করে নড়াইলের পথে রওনা দেন। এক পর্যায় তাদেরকে রাস্কার পাশ থেকে উদ্ধার করা হয়। 

আকাশ জানায়, তাদেরকে গাড়িতে উঠিয়ে মুখ বেধে ফেলে। এরপর তার কাছে থাকা ব্যবসার টাকা নিয়ে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে গাড়িতে চলে যায় তারা। ডিবির এসআই মফিজুল ইসলাম আরো জানান, নিশিথ তাদেরকে জানিয়েছেন প্রায় ১০ লাখ টাকা তার খোয়া গেছে।

এ বিষয়ে র‌্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর সাকিব হোসেন সাংবাদিকদের জানান ,বিষয়টি তাদের নজরে এসেছে। ইতিমধ্যে সিসি ফুটেজ সংগ্রহ করেছেন তারা। জড়িতদের ধরতে ব্যবস্থা কাজ করছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত