শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বিক্ষোভ ও মানববন্ধন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১১ PM
গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া রাসেল শেখকে ছাত্র হত্যা মামলার আসামী করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সর্বস্তরের ছাত্র জনতা। এর আগে তারা শ্রীপুর পৌরসভার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। 

সোমবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলা পরিষদের সামনে কয়েক হাজার শিক্ষার্থী এতে অংশ নেন।

বিক্ষোভ ও মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য তারা বলেন, প্রকৃত অপরাধীদের বিচার হোক এটা আমরাও চাই। ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্রের নামে ছাত্র হত্যা মামলা এটি দু:খজনক। এসময় দুজন সংবাদকর্মীর বিরুদ্ধেও কথা বলেন তারা। তারা বলেন, দৈনিক সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন ও যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশকরেছে। 

তাদেরকে ওই দুই মিডিয়া হাউজ থেকে প্রত্যাহারের দাবিও জানান ছাত্রজনতা। আন্দোলনে রাজপথে থাকা রাসেল শেখকে হত্যা মামলার আসামি করার প্রতিবাদ জানালে ছাত্রদেরকে হেয় করে নিউজ করেছিল যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক।

টংগী সরকারী কলেজের ছাত্র উপজেলার বরমীর বাসিন্দা রিয়াদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, শ্রীপুরের ছাত্র প্রতিনিধি হাসান হাবিব, মাওনার ছাত্র প্রতিনিধি হাবিব, সাবেক ছাত্র প্রতিনিধি রাজীব শেখ, বরমী বাজার এলাকার মুফতি মোজাম্মেল হক নূর, বরমী ডিগ্রি কলেজের শিক্ষার্থী শিখা ও রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্র ও শ্রীপুরের ছাত্র প্রতিনিধি ওসামা বিন হোসাইন প্রমূখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত