শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ছোট ফেনী নদীর ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২১ PM
ফেনীর সোনাগাজী উপজেলারর চর দরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট সংলগ্ন তালতলি ছোট ফেনী নদীর ভাঙনের হাত থেকে রক্ষা পেতে নদীর একাংশে বললি, বাঁশ ও বেড়া দিয়ে ৬০০ ফুট দৈর্ঘের বাঁধ সেচ্ছায়  প্রায় ১২ লক্ষ টাকা ব্যায়ে সেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছে। 

শনিবার সরজমিনে গেলে স্থানীয় এলাকাবাসী জানান, মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় গ্রামের সহস্রাধিক লোকের পরিবার রক্ষা করতে হলে  দ্রুত এ স্থানটিতে একটি টেকসই বাঁধ নির্মাণ প্রয়োজন। বিগত দিনে এ এলাকার প্রায় শতাধিক পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। 

মুছাপুর রেগুলেটর নির্মাণের পাশাপাশি এ স্থানে যদি দ্রুত বাঁধ নির্মান না করে তাহলে বাকি পরিবারের ঘরবাড়ি অচিরেই নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা করছে। এছাড়া অব্যাহত নদী ভাঙনের ফলে এ জনপদের মানুষদের মাঝে চরম উদ্বেগ আর উৎকন্ঠা দেখা দিয়েছে।

স্থানীয় আজিজ উল্লাহ বলেন, আমদের যদি এ স্থানে বাঁধ নির্মাণ হয় তাহলে আমাদের এলাকাটা ভাঙ্গন থেকে রোধ হবে। একটি টেকসই বাঁধ নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোঃ সবুজ বলেন, হাজার হাজার পরিবার ও জমি রক্ষায় সোনাগাজী ও কোম্পানিগঞ্জ বাসীর একটাই দাবি অতিদ্রুত মুছাপুর রেগুলেটর নির্মাণের।

সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম মানিক বলেন, ভাঙ্গন রোধে রেগুলার নির্মানের বিকল্প নেই। সে সাথে নদীর সাথে সম্পৃক্ত ডাকাতিয়া খালের মুখসে মাটি ভরাট হয়ে যাওয়ার পানি অপসারণে বিঘ্ন হচ্ছে। খালটি যদি পরিকল্পিত ভাবে খনন করা হয় তাহলে ভাঙ্গন রোধে সহায়ক হবে।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, নদী এখান থেকে ১ কিলোমিটার দক্ষিণে ছিল। বর্তমানে নদী ভাঙ্গার তীব্রতায় পর্যন্ত। এ অঞ্চলের মানুষ রাতে হলে একজনও তাদের বাড়ি ঘরে থাকে না। যদি এখানে একটি বাঁধ নির্মাণ করা হয় তাহলে নদীটা অন্যদিকে ডাইবার্ড হবে। বাড়ি ঘর ও জমি রক্ষা পাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত