রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকি
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৬ PM
নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নড়াইল প্রতিনিধি সাংবাদিক মো.আজিজুল ইসলামকে (৫০) মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তি। 

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩ টার দিকে মো.আজিজুল ইসলাম এর ব্যবহৃত অফিসিয়াল নাম্বারে ফোন করে এ হত্যার হুমকি দেয়া হয়। 

এ ঘটনায় এদিন সকালে ভুক্তভোগী সাংবাদিক মো.আজিজুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাত সাড়ে ৩ টার সময় অজ্ঞাতনামা ব্যাক্তির মোবাইল নম্বর হতে আজিজুল ইসলামের অফিসিয়াল ব্যাবহৃত মোবাইল নাম্বারে ফোন করে খুন-জখম সহ বিভিন্ন ধরণের ভয়ভীতি হুমকি প্রদান করে। 

বর্তমানে তিনি নিরাপত্তাহিনতায় আছেন। পরে তিনি নিরাপত্তার স্বার্থে নড়াইল সদর থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়রি (জিডি) করেন।

নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আজিজুল ইসলাম বলেন, রাতে অজ্ঞাত এক ব্যক্তি আমাকে ফোন করে হত্যার হুমকি ও ভয়ভীতি দিয়েছে। এ ঘটনায় থানায় জিডি করেছি। এছাড়া তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আমীর বলেন, এ ব্যাপারে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।#

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত