দীর্ঘ ১৯ পর অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন।
গতকাল সোমবার দিনব্যাপী মিলগেট এলাকায় বৃহত্তর নোয়াখালী ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন হারিকেন প্রতীকের প্রার্থী তৌহিদুজ্জামান শিমুল ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খেজুর গাছ প্রতিকের দ্বীন মোহাম্মদ নিল মিয়া।
এদিকে শান্তিপূর্ন নির্বাচন শেষে ফলাফল ঘোষণার আগ মূহুর্তে পরাজয় বুঝতে পেরে পরাজিত প্রার্থী স্বেচ্ছাসেবক দল নেতা মনির হোসেনের নেতৃত্বে সুমন, হৃদয়, মিষ্টার, গোলাম মোর্শেদ খোকন, নান্দু, মাহাবুব আলমসহ অর্ধশতাধিক সন্ত্রাসী সংবাদকর্মী ও নির্বাচন সংশ্লিষ্টদের অবরুদ্ধ করে ব্যাপক হামলা ভাংচুর চালায়।
এসময় সংবাদকর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রায় ঘন্টাব্যাপী হামলাকারীরা তাণ্ডব চালানোর পর স্থানীয়রা এগিয়ে এসে সকলকে উদ্ধার করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ উপস্থিত থাকলেও তারা নিস্ক্রিয় ভুমিকা পালন করে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন নবনির্বাচিত কমিটির সদস্যরা।
জানা যায়, ২০০৪ সালের পর থেকে রাজনৈতিক নানা সমীকরণে টঙ্গীতে অবস্থিত গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচন হয়না ১৯ বছর। দীর্ঘ দিন পর (১৬ সেপ্টেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির (রেজি নং-৪২৬১) ত্রি-বার্ষিক নির্বাচনে ২৩ পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে মোট ভোটার ৫২৮ জন। এর মধ্যে তিনজন ভোটার ইতিমধ্যে মৃত্যুবরণ করায় ৫২৫ ভোটার নিয়ে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ভোট দেন ৪৮৬ ভোটার ।
তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা আবুল হাসেম, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম হোসেন ও আল আমিন মিয়া।
এই নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন, সি.সহসভাপতি সোহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, অর্থ সম্পাদক পদে আব্দুল গাফফার সবুজ , দপ্তর সম্পাদক আঃ আলিম বাদশা প্রচার সম্পাদক রহমত উল্লাহ। এছাড়া অন্যান্য পদ মিলিয়ে মোট ২৩ জন প্রার্থী বিজয়ী হন।
প্রধান নির্বাচন কমিশনার আবুল হোসেন জানান, শেষ পর্যন্ত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তবে শেষ মহুুর্তে পরাজিত কয়েকজন প্রার্থী ও তার সমর্থকরা ফলাফল বানচাল করার লক্ষ্যে হামলা ও ভাংচুর চালায় তারপরও আমরা ফলাফল ঘোষণা করেছি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ এস এম মামুনুর রশিদ বলেন, এঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।