শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
কুড়িগ্রামে ১ দফা দাবিতে নার্সদের পতাকা মিছিল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫১ PM
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে কুড়িগ্রামে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টার দিকে কুড়িগ্রাম সদর হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা কমিটির আয়োজনে এই কালো পতাকা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা সমন্বয়ক কমিটির আহবায়ক জহির রায়হান, লিটন, সদস্য সচিব মাসুদ রানা, সদস্য আলী রেজা, হাসপাতালের সিনিয়র নার্স পেয়ারা খাতুন, নিলুফা ইয়াসমিন, শেলী বেগম, মোর্শেদা খাতুন, শেখ শেফালী রহমান, হেলেনা আক্তার প্রমূখ।

বক্তারা, নার্সিং-এ বিসিএস সার্ভিস চালু সহ প্রশাসনিক পদে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের নিশ্চিতের দাবি জানান। 

আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক পরিষদের উপদেষ্টা নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ নিহার বানু, নার্সিং সুপারভাইজার জুলেখা খাতুন ও রোকেয়া মন্ডল সহ পরিষদের অন্যান্য সকল সদস্যবৃন্দ। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত