শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করল এসিল্যান্ড
গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৯ PM
রংপুরের গঙ্গাচড়ার লক্ষীটারী ইউনিয়নের অবৈধভাবে উত্তোলন করা বালু পয়েন্ট গুলো জব্দ করেছেন সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস উর্মি। 

মঙ্গলবার সকাল ১১ টার দিকে লক্ষীটারী ইউনিয়নের মহিপুর তিস্তা সেতুর নিচে , চল্লিশসালের চর,চর ইচলি, শংকরদহ স্কুল সংলগ্ন অবৈধভাবে তোলা বালুর পয়েন্ট গুলো জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

এসময় ইউপি ভুমি সহকারী কর্মকর্তা সুকুমার রায়, গঙ্গাচড়া মডেল থানার পুলিশ এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

গত ২২ সেপ্টেম্বরে বাংলাদেশ বুলেটিন পত্রিকার অনলাইনে"রাতের আঁধারে চলে অবৈধভাবে বালু উত্তোলন, জড়িত প্রভাবশালী মহল" শিরোনামে সংবাদ প্রকাশ হয়‌। 

সংবাদ সুত্রে জানা যায়,বালু ব্যবসায়ীরা স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাহিন্দ্রা ট্রাক দিয়ে বালু উত্তোলন করছে।এ কারণে স্থানীয়রা প্রকাশ্যে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।তারা প্রতিদিন  ৯০-১০০ মাহিন্দ্রা ট্রাক দিয়ে রাত ১১টা থেকে পরদিন ভোর পর্যন্ত বালু উত্তোলন করে।প্রতি ট্রাক্টর বালু এক হাজার থেকে ১২শ টাকা দরে বিক্রি হচ্ছে।

সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনান (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি অবৈধভাবে বালু উত্তোলন পয়েন্ট গুলোতে অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভুমি)জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, অবৈধ বালু বালু উত্তোলন পয়েন্ট গুলো জব্দ করা হয়েছে।অবৈধবাবে বালু উত্তোলনকারী  ভূমির দস্যুদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত