ময়মনসিংহের ত্রিশালে আইন শৃংখলা উন্নয়নে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার জুয়েল আহমেদ।
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এএসপি ত্রিশাল সার্কেল অরিত সরকার, নবাগত অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ মোখলেছুর রহমান সবুজ, সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ার, সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মমুনুর রশিদ, দৈনিক খবর পত্রেওে প্রতিনিধি ফয়জুর রহমান ফরহাদ, দেশ রুপান্তর প্রতিনিধি আতিকুল ইসলাম, আমাদেও অর্থনীতি প্রতিনিধি রোকনুজ্জামান রাহাদ, সময়ের আলো প্রতিনিধি হুমায়ুন কবীর, খোলা কাগজ প্রতিনিধি হেদায়েত উল্লাহ ফুরাত, লাখো কন্ঠের প্রতিনিধি আহসান হাবীব, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি ইমরান হাসান বুলবুল, গণমুক্তির প্রতিনিধি মাসুদ রানা, নয়া শতাব্দীর প্রতিনিধি রাকিবুল হাসান সুমন, প্রমূখ।
নবাগত ওসির আগমনে ত্রিশাল প্রেসক্লাব সম্মাননা স্মারক তুলে দেন।