ভারতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও আপত্তিকর বক্তব্য দেওয়ায় পন্ডিত রামগিরি ও বিজেপির বিধায়ক নিতীশ রানের বিরুদ্ধে শাস্তির দাবিতে জাহাপুর ইউনিয়ন ইমাম কল্যাণ পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে মধুখালী উপজেলার মির্জাকান্দী বায়তুর নুর জামে মসজিদ হতে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল নড়িখালী জাহাপুর প্রদক্ষিণ করে দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।
জাহাপুর ইউনিয়ন ইমাম কল্যাণ পরিষদের সভাপতি মুফতি সাইফুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আজাদ রহমান টিক্কা, প্রধান উপদেষ্টা মুফতি রফিকুল ইসলাম, ক্যাশিয়ার মুফতি তাউহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি মুহাম্মদ সামিউল ইসলাম প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সকল ইমাম সাহেবগণ ও সমাজ সেবক মোঃ ফরিদ শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অপরাধে উক্ত ব্যক্তিদের ফাঁসি দাবি করেন।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তি করা হলে তা সহ্য করা হবে না। বক্তারা অবিলম্বে ইসলাম অবমাননা কারীদের শাস্তি দাবি করেন।
তারা অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আমরা বাংলাদেশকে স্বাধীন করে আপনার কাছে দিয়েছি। আপনি অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এনে এর প্রতিবাদ জানান। আপনি যদি প্রতিবাদ না জানান তাহলে আমরা এ দেশের জনগণকে সাথে করে ঢাকায় গিয়ে ভারতীয় দূতাবাসের সামনে মার্চ করব।
আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশের ভিতরে তৃতীয় শক্তি যেন কোন ফায়দা হাসিল করতে না পারে। সামনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ পূজা দুর্গাপূজা রয়েছে পূজা উপলক্ষে তারা যেন কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
বক্তার অবিলম্বে ইসলাম অবমাননা কারীদের শাস্তি দাবি করেন। এরপর দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি কেরামত আলী।
এর আগে উক্ত সভা সফল করার জন্য বিভিন্ন মসজিদ থেকে একাধিক বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন।