চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের সময় সাড়ে ১৭ কেজি ইলিশ মাছসহ অলক মণ্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (৭অক্টোবর) সকালে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।
অলক মণ্ডল পশ্চিমবঙ্গের মালদহ জেলার ইংরেজবাজার থানার কাঞ্চনটার-টিয়াকাঠি গ্রামের রনজিত মণ্ডলের ছেলে। পেশায় ট্রাকচালক অলক মণ্ডল ভারত থেকে আমদানি পণ্য নিয়ে সোনামসজিদ স্থলবন্দরে এসেছিলেন।
বিজিবির ৫৯ ব্যাটায়িলনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোনামসজিদ আইসিপি (ইমিগ্রেশন চেকপোস্ট) দিয়ে ইলিশ মাছ পাচারের সম্ভাবনা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি বাড়ায় বিজিবি সদস্যরা। এরই ধারাবাহিতকায় সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় খালি ট্রাকে তল্লাশি চালায় তারা।
গোলাম কিবরিয়া আরও জানান, ওই ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রেখে পাচারের সময় ইলিশ মাছ উদ্ধার করা হয়। ট্রাকটি জব্দসহ এর চালক অলক মণ্ডলকে আটক করা হয়।