১০ম গ্রেডের দাবিতে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
বুধবার (০৯ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের হাতে স্মারক লিপি তুলেদেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উত্তর পূর্ব চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর নবী, আড়কাইম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ ফরহাদ হোসেন, চর ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা, মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হানিফ, চর মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফউল্যাহ, চর খোয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন দেব নাথ, মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহিমা আবেদিন, দারোগার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিহাব উদ্দিন, সুলাখালী খাজা আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাকের আহম্মদ সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারক লিপি প্রদান শেষে শিক্ষকরা বলেন, আমাদের এ দাবি মর্যাদার দাবি। আমাদের কে মর্যাদা দিতে হবে। আমরা ৩য় শ্রেণির কর্মচারী হতে চাই না। শিক্ষকরা কিভাবে ৩য় শ্রেণির কর্মচারী হয়? শিক্ষক হবে অফিসার। শিক্ষক হবে কর্মকর্তা, কর্মচারী নয়।