শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:২৪ PM
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের চাপায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের বালশাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে পাবনা থেকে ছেরে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন। 

বাসটি বালশাবাড়ী এলাকায় পৌঁছালে মহাসড়কের ওপর একটি তিন চাকার ভ্যানগাড়ি চলে আসে। এসময় বাস চালক ভ্যানগাড়িটিকে বাচাতে গিয়ে ডান পাশের দোকানের ওপরে তুলে দেয়। 

এসময় দোকানের সামনে দুটি মোটরসাইকেলে বসে থাকা দুজন আরহীকে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। বাসে থাকা যাত্রীদের মধ্যেও অন্তত ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে উল্লাপাড়া কাওয়াক ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত