ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় প্রায় নয় মাস ধরে সাব রেজিস্ট্রারের পদ শূন্য থাকায় দলিল নিবন্ধনের কাজ থমকে রয়েছে।
এতে করে দলিল করতে আসা মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। জমি ক্রয়-বিক্রয়সহ অন্যান্য আইনি দলিলের নিবন্ধনের কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী এবং কৃষকদের আর্থিক লেনদেনেও বিঘ্ন ঘটছে।
প্রতিদিন বহু মানুষ দলিল রেজিস্ট্রেশনের জন্য উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে এসে ফিরে যাচ্ছেন।
তাদের অনেকেই অন্যত্র রেজিস্ট্রেশনের চেষ্টা করছেন, যা ভ্রমণ ও বাড়তি খরচের বোঝা হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে নিকটবর্তী উপজেলাগুলোতে রেজিস্ট্রেশনের জন্য যেতে হচ্ছে, যা সময় এবং অর্থ উভয়ের অপচয় ঘটাচ্ছে।
এ অবস্থা শুধু সাধারণ মানুষের জন্যই কষ্টের নয়, সরকারের জন্যও একটি বড় ধরনের ক্ষতি। দলিল নিবন্ধন প্রক্রিয়া বন্ধ থাকায় সরকারও রাজস্ব হারাচ্ছে।
জমির দলিল রেজিস্ট্রি বাবদ যে রাজস্ব সরকার পেয়ে থাকে, তা এখন অনুপস্থিত সাব রেজিস্ট্রারের কারণে স্থবির। এই রাজস্ব ঘাটতি স্থানীয় প্রশাসন এবং জাতীয় কোষাগারে ক্ষতিকর প্রভাব ফেলছে।
স্থানীয় বাসিন্দারা এবং বিভিন্ন মহল দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানাচ্ছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে একটি কার্যকর সমাধান দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে এবং রাজস্ব আদায়ের প্রক্রিয়া পুনরায় সচল হয়।
সরকারি কর্মকর্তাদের মতে, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং শিগগিরই স্থায়ীভাবে একজন সাব রেজিস্টার নিয়োগ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
তবে এই দীর্ঘমেয়াদি শূন্যতার ক্ষতি পূরণ করতে বেশ কিছু সময় লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে।