শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চার মামলা বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১:০৫ PM আপডেট: ২৩.১০.২০২৪ ১:৪৮ PM
ওয়ান ইলেভেনের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে  চাঁদাবাজির চারটি মামলা বাতিল করেছে হাইকোর্ট। বুধবার এ নিয়ে শুনানি শেষে বিচারপতি এ. কে. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ মামলাগুলো বাতিল করেন।

তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, তারেক রহমান আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলার সুরাহা করতে চান। তার বিরুদ্ধে প্রায় ৮০টির মতো মামলা আছে, সেগুলো আইনিভাবে মোকাবেলা করা হবে। 

দলটির আইন সম্পাদক বলেন, নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব রাজনৈতিক মামলার নিষ্পত্তির পরই তারেক রহমান নিজের মামলার নিষ্পত্তি করার আগ্রহ জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতির ইস্যুটি বিএনপি পর্যবেক্ষণ করছে। 

২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৮০টির মতো মামলা রয়েছে। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব মামলা হয়েছে। তার মধ্যে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৭টি মামলা হয়েছে।

এর মধ্যে ছয়টি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে। আর কিছু মামলা স্থগিত অবস্থায় রয়েছে। তবে, কোনো মামলাতেই তিনি সাজা ভোগ করেন নি। তাকে পলাতক দেখিয়ে বিচার হয়েছে এসব মামলার।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত