তারুণ্যের দৃঢ় প্রত্যয় বদলে দেওয়ার শপথ এই স্লোগানে ‘সংবাদ সাতদিন’ পত্রিকা তাদের দ্বিতীয় বর্ষে পর্দাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।
শীতের হালকা আমেজে ঘন কুয়াশায় মোড়ানো পরিবেশে অক্টোবর শনিবার বিকেল চারটায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এই উৎসবটি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান । সভাপতিত্ব করেন পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, যিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এমন সৃজনশীল কর্মকান্ডে যুক্ত করার জন্য উৎসাহ প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।
‘সংবাদ সাতদিন’- সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমেদ কিরণ বলেন, “এই বর্ষপূর্তি অনুষ্ঠান আমাদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। আমরা ভবিষ্যতেও পাঠকদের জন্য নতুন ও মানসম্পন্ন খবর উপহার দিতে বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, অধ্যাপক উদয় নাথ লাহেড়ী, সাংবাদিক ইমাম গাজ্জালী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, প্রাবন্ধিক মোশাররফ হোসেন মুসা, নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও খোন্দকার মাহবুবুল হক দুদু বক্তব্য রাখেন। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য বিশেষ সম্মাননা এবং পুরস্কারের তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে সাংবাদিক শিক্ষক, শিক্ষার্থী, এবং অভিভাবক সুধীজন উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।