শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ২:১৫ PM
দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

২০০৬ সালের ২৮ অক্টোবর লগিবৈঠা দিয়ে জামাতের নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে আজ রোববার বিকাল সাড়ে ৪ ঘটিকায় বসুরহাট ইসলামীয়া কামিল মাদ্রাসা মাঠে বিক্ষোভ সমাবেশ করেন জামায়াতের নেতা-কর্মীরা। পরে বাদ মাগরিব বসুরহাটে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন।

বিক্ষোভ মিছিলপূর্বে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জামায়াত নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দীন ফারুক, নোয়াখালী জামায়াত সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, কোম্পানীগঞ্জ উপজেলা জামাত নায়েবে আমীর মাওলানা বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াত সভাপতি মোশারেফ হোসেন, জামায়াত ইসলামী সাবেক উপজেলা সেক্রেটারি মাষ্টার কামাল উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশ সঞ্চলনা করেন উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান ও পৌরসভা জামায়াত সেক্রেটারি  মোঃ  হেলাল উদ্দীন।

নেতৃবৃন্দ বলেন, ওই দিন ছিলো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কিত দিন । সেদিন ঢাকার পল্টনসহ সারাদেশে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ন্যক্কারজনক, মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছিল আওয়ামী লীগ। ওই ‘হত্যাকান্ডে’ জড়িত, ২৪ সালের ৫ অক্টোবর পূর্বে সকল গণ হত্যার সাথে জড়িত এবং ২০১৩ সালে কোম্পানীগঞ্জে ৬ শিবির নেতা কর্মী হত্যা মামলার আসামী কাদের মির্জাসহ সকল আসামীদের গ্রেফতার করে বিচারের দাবী জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত