বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
আওয়ামী লীগ কর্মীদের জামিন দেয়ায় আদালতে বৈষম্যবিরোধী ছাত্রজনতার বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৭:০৬ PM
আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত জামিন রোধ এবং আওয়ামী বিচারব্যবস্থা সংস্কার করার দাবিতে দিনাজপুর আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে যান। সেখানে তারা বক্তব্য রাখেন

বিক্ষোভকারীরা বলেন, ‘আমার ভাই ও বোনদের ওপর যারা হামলা করেছিল, সেসব আওয়ামী লীগের নেতাকর্মীদের দুই দিন আগে জামিন দেওয়া হয়েছে। হাসিনা সরকার পালিয়েছে কিন্তু তার দোসররা এখনও দিনাজপুরে রয়েছে।

চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক এবং তারা যাতে করে জামিন না পায় এটাই আমাদের দাবি। এত এত ছাত্র-জনতা শহীদ হওয়ার পরেও ৫ আগস্টের পর ফ্যাসিস্টদের সহায়তাকারীরা ঘুরে বেড়াচ্ছে। আমরা আন্দোলন চাই না। আমরা চাই ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যেসব জামিন হচ্ছে, সেগুলো যাতে না হয়।’

এর আগে বিক্ষোভ ও মিছিলে বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তু খান, বাদশা কাওসার, মিনহাজ জামান ও অয়ন প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত