পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল লাইসেন্স করা পিস্তল উদ্ধারের দাবি করেছে তেজগাঁও থানা-পুলিশ।
বুধবার (৬ অক্টোবর) রাজধানীর মনিপুরী এলাকা থেকে ওই পিস্তল উদ্ধার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রাজধানীর মনিপুরী এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে তেজগাঁও থানা-পুলিশ।’
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ঘটে যাওয়া হত্যার ঘটনায় যেসব মামলা দায়ের হয়েছে, তার অনেকগুলোতে আসাদুজ্জামান খান কামাল আসামি। বিগত সরকারের যেসব মন্ত্রী-এমপিদের খোঁজ মিলছে না তাদের মধ্যে তিনিও একজন।
কিছুদিন আগে আসাদুজ্জামান খান কামালকে কলকাতার একটি পার্কে দেখার খবর নিয়ে শোরগোল ওঠে। তবে তার বৈধভাবে দেশ ছাড়ার কোনো তথ্য পুলিশের হাতে নেই।