গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ইমাম রাজী টুলু অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। নিজের কর্ম দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে একের পর এক ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ পদোন্নতি পান তিনি। তার নতুন কর্মস্থল পঞ্চগড় জেলা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। খুলনা জেলার তেরখাদা উপজেলার সস্তান এস এম ইমাম রাজী টুলু ৩৪তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে লেখাপড়া শেষ করেন।
এর আগে গত সোমবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মাদ ইব্রাহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসএম ইমাম রাজী টুলুর পদোন্নতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এস. এম ইমাম রাজী টুলু চলতি বছরের ১৯ মার্চ কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। কালীগঞ্জে যোগদানের পর সর্বদাই তিনি নিজের সেরাটা দিয়ে প্রশাসনের সব কাজের পাশাপাশি মানুষের জন্য কাজ করেছেন বিরামহীনভাবে। নানা বাধা উপেক্ষা করে তিনি সাহসিকতার মধ্য দিয়ে সৃষ্টিশীল ও ব্যতিক্রমী কর্মযজ্ঞ করে উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নেন। এ কারণে অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হন এসএম ইমাম রাজী টুলু। সবমিলে গত এক বছরে এসএম ইমাম রাজী টুলু প্রাণপণে চেষ্টা করছেন কালীগঞ্জ উপজেলার মানুষের কল্যাণসহ নাগরিক সেবা দিতে।
এর আগে তিনি ২০২১ সালের ২৯ জুন তিনি সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি পান। পরবর্তীতে তাঁকে ৪ জুলাই ফরিদপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়। পরে তিনি ২০২২ সালের ১৭ জুলাই থেকে ২০২২ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা এবং ২০২২ সালের ৫ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এসএম ইমাম রাজী টুলু সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলায় দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার হিসেবে তিনি জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। করোনাকালীন সময়ে সাহসী পদক্ষেপের কারণে প্রশংসিত হয়েছেন তিনি।
এস এম ইমাম রাজী বলেন, পদোন্নতি কাজ করার বড় সুযোগ। তবে কালীগঞ্জ দায়িত্বকালীন সময়ে সব শ্রেণিপেশার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। নিজের দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে কালীগঞ্জ বাসীর জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি। যেখানেই দায়িত্ব পালন করি না কেন, কালীগঞ্জবাসীর কথা মনে থাকবে আমার।