রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ ১৩ মাঘ ১৪৩১
রবিবার ২৬ জানুয়ারি ২০২৫
তিলোত্তমা ঢাকা যেন এখন আন্দোলন-সহিংসতার নগরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯:০২ PM
যানজটের এ নগর কর্মব্যস্ত মানুষের অনুভূতিতে অস্বস্তির এক নাম। সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে সংঘাত, সহিংসতা ও নিরাপত্তাহিনতার ফিরিস্তি। কথা নেই, বলা নেই- হঠাৎ উৎকণ্ঠার ছাপ এসে ভর করেছে নগরবাসীর জীবনে। 

কখন কোথায় কি ঘটবে তা জানা নেই কারও। ছোটখাটো ঘটনা নিয়েই তৈরি হচ্ছে সংঘাত কিংবা সহিংসতা। দাবি আদায়ের মতো স্বাভাবিক বিষয় হয়ে উঠছে সহিংস। কোনোভাবেই অস্বাভাবিক এসব ঘটনার লাগাম টেনে ধরা যাচ্ছে না।

গত ৫ আগস্টের পর যেন স্থায়ীভাবে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছে না ঢাকা। যে কোনো ইস্যু নিয়েই হচ্ছে আন্দোলন। কখনো আনসার, কখনো রিকশাচালক, কখনো গার্মেন্ট শ্রমিক আবার কখনো চাকরিতে ৩৫ বয়স প্রত্যাশীরা রাস্তায় নেমে পড়েছেন। সে ঘটনা রূপ নিচ্ছে সংঘাতে।
ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে মাহবুবুর রহমান মোল্লা কলেজকে ঘিরে রণক্ষেত্র তৈরি হয়েছে যাত্রাবাড়ী, শনির আখড়া এলাকা। এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকেও বেশ বেগ পেতে হচ্ছে।

অক্টোবরে এক ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে অন্তত ১৫ জন আহত হন, যার অধিকাংশই ঢাকা কলেজের শিক্ষার্থী। 

যদিও শিক্ষার্থীরা ঢাকা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কথা কাটাকাটির দাবি করলেও এই ঘটনার নেপথ্যেও ছিল আইডিয়ালের এক মেয়ে শিক্ষার্থীর হেনস্থার বিষয়। এতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ক্যাম্পাসে হামলা চালায়। পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে পাল্টা হামলা করে প্রতিষ্ঠানের সাইনবোর্ড খুলে নিয়ে যায়।
মাত্র একদিন আগে বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, ছড়িয়ে পড়ে আতঙ্ক।

কয়েক দিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশাচালক ও মালিকরা বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায় তারা। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে গণঅবস্থান কর্মসূচি স্থগিত করে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

এর আগে জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশ। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে সেসময়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত