রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ ১৩ মাঘ ১৪৩১
রবিবার ২৬ জানুয়ারি ২০২৫
নারীদের জোর করে ‘কালো বোরকা’ পরাবে না জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১০:৪২ PM আপডেট: ০২.১২.২০২৪ ১২:০৩ AM
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বিচারিক আদালতে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই।

আজ রবিবার (১ ডিসেম্বর) ফরিদপুরের রাজেন্দ্র কলেজের শহর শাখার মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে বক্তব্যে তিনি এ কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, আমাদের মাথার তাজ, তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যার বিচার চাই। আল্লাহতায়ালার কাছে চাই, দুনিয়াওয়ালাদের কাছেও চাই।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় যাওয়ার পরদিনই নাকি নারীদের ডেকে ডেকে ঘরে তালা মেরে রাখা হবে। আমরা কে তাদের ঘরে তালা মেরে রাখার? ভয় দেখানো হয়, এরা রাজ্য কায়েম করলে নারীদের জোর করে কালো বোরকা পরানো হবে। কাউকে জোর করে কালো বোরকা পরানো হবে না। মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসেবে যারা বোরকা পড়তে চায় তারাই পরবে।

ডা. শফিকুর রহমান বলেন, পাঁচ বছর পর জনগণ রায় দেবে সেই ব্যবস্থাও তারা রাখেনি। ২০১৪ সালে ভোটকেন্দ্রে কুকুর দেখা গেল, তারপরও তারা বলল ৪২ পার্সেন্ট ভোট পড়েছে। এরপর ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতেই ভোট দেওয়া খালাস। ২০২৪ সালে আর কোনও ইলেকশনের প্রয়োজনই পরলো না। ডামি আর মামু, দুইজনে মিলিয়ে ইলেকশন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত