প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণ আজ (বুধবার) সকালে খুলনা নগরীর ভিক্টোরিয়া ইনফ্যান্টস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রাথমিক শিক্ষা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে খুলনা প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলমসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এ বছর খুলনা মহানগরে প্রাথমিক স্তরে এক লাখ ৫৪ হাজার পাঁচশত বই পাওয়া গেছে যা আজ বিতরণ করা হয়েছে।