শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ফটিকছড়িতে নিজ ঘরে গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২:১২ PM
ফটিকছড়ির হারুয়ালছড়িতে বাপের বাড়ি বেড়াতে আসা আনিকা আকতার (২৫) নামের এক গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ৫ নং এয়ার্ডের সোনা মিয়া হাজির বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি একই এলাকার নাজিম উদ্দিনের মেয়ে। তার ৪ মাস বয়সি এক মেয়ে এবং ৬ বছর বয়সি এক ছেলে সন্তান রয়েছে। সে লক্ষ্মীপুর জেলার প্রবাসী মো. মুরাদের স্ত্রী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় রবিবার দুপুর থেকে তাদের ঘরের দরজা বন্ধ পেয়ে সবার সন্দেহ জাগে। পরে প্রতিবেশী রবিনসহ আরো একজন ঘরে প্রবেশ করে দেখতে পায় আনিকার পুরো শরীরে রক্ত, শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সে সময় ঘরে আনিকার মা ছাড়া কাউকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। মেয়েটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুনেছি মা মেয়ে দুইজনের মানসিক সমস্যা আছে। 

ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুল হক বলেন, নিহত মেয়ে এবং তার মায়ের কিছুটা মানসিক ভারসাম্যহীন। মা-মেয়ের মধ্যে সব সময় ঝগড়াঝাটি লেগে থাকতো। এক পর্যায়ে তার মা তাকে একাধিক ছুরিকাঘাত করার পর মেয়েটি সেখানেই মারা যায়। এ ঘটনায় তার মাকে গ্রেপ্তার করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত