শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
ফেসবুক প্রেমিকের সাথে দেখা করতে এসে গণধর্ষণের শিকার, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:৪১ PM
রাজধানীর ডেমরা এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটের দিকে ডেমরার আমতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো- মো. সোহাগ মিয়া (২০), আল আমিন হোসেন ওরফে বাবু (২০), মো. মিলন (২৪) ও মো. সাজু (২৫)।

এজাহার থেকে জানা যায়, ভিকটিম ডেমরার একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরি করে। ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে গ্রেপ্তারকৃত সোহাগের পরিচয় হয় ও পরবর্তীতে কথাবার্তা হয়। তারই প্রেক্ষিতে সোহাগ গত ১৩ জানুয়ারি (সোমবার) বিকেলে ভিকটিমকে দেখা করার জন্য বলে। ভিকটিম দেখা করতে গেলে সোহাগ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। 

এক পর্যায়ে ডেমরার লালশাহ মাজার রোড ভার্জিন বেকারির গলির একটি পরিত্যক্ত অফিস কক্ষে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সোহাগ ও তার বন্ধুরা মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

পুলিশ জানায়, রুজুকৃত মামলাটি তদন্তকালে ভিকটিমের জবানবন্দি পর্যালোচনা করে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডেমরার আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণের সঙ্গে জড়িত সোহাগ, আল আমিন, মিলন ও সাজুকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ভিকটিমকে ডিএনএ পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত