বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
র‍্যাগিংয়ের দায়ে অভিযুক্ত ১৩শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
মোছা. জান্নাতী বেগম, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮:১৩ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের ১৭তম আবর্তন কর্তৃক ১৮তম আবর্তনের ৩০ জন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীদের কারন দর্শানোর নোটিশ দিয়েছেন বিভাগটি।ম্যানার শেখানোর নামে ঘন্টার পর ঘন্টা তাদের মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে।

২২ জানুয়ারি (বুধবার) সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে অভিযুক্ত ১৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিভাগটি।

অভিযুক্ত ১৭ তম আবর্তনের শিক্ষার্থীরা হলেন, আশরাফ সিদ্দিকী,সারজিল হাসান আকন্দ, শায়েরি সিদ্দিকা নিঝুম, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ ইমরান হোসেন, নুসরাত জাহান ডানা, লিজা তালুকদার, ইফফাত মুশতারী পুনম, তামান্না আকতার, অর্পিতা রায় পায়েল, মারুফ আহমেদ, রাইসা ইসলাম জিম, তাসমিয়া আনজুম ভুইয়া ফারিহা।

বিভাগে উল্লিখিত নোটিশে উক্ত বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবেনা তা আগামী ৭কর্মদিবসের মধ্যে লিখিত আকারে 'বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান, বিভাগ' বরাবর জানানোর জন্য বলা হয়েছে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ভুক্তভোগী ৩০ শিক্ষার্থী।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিভাগের ১৭তম আবর্তনের সিনিয়র শিক্ষার্থীরা ‘চেইন অফ কমান্ড’ ও ‘বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি’ শেখানোর অজুহাতে তাদের ওপর অমানবিক নির্যাতন চালান। ছেলেদেরকে বঙ্গবন্ধু হলের ৪১৬, ৮২৪ এবং অগ্নিবীণা হলের ৫০৫ নম্বর কক্ষসহ জঙ্গলবাড়ি নামক একটি স্থানে নিয়ে গিয়ে রাতভর আটকে রাখা হয়। এসময় তাদের মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করা হয়। ২১ জানুয়ারি বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ৩২ জন শিক্ষার্থীকে ডেকে এনে মানসিকভাবে চরম হেনস্তা করা হয়। এতে দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। এর আগেও এমন ঘটনা ঘটেছে, যেখানে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন।

অভিযোগে তারা আরও জানান, সিনিয়ররা বিভিন্ন রুমে ডেকে নিয়ে তাদেরকে অপমানজনক অঙ্গভঙ্গি ও নৃত্য করার নির্দেশ দেন। অনেক সময় রাতের বেলা সিনিয়রদের ফোন দিয়ে অশ্লীল প্রস্তাব দিতে বাধ্য করা হয়। এসময় তারা ১৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রক্টরের কাছে জমা দেওয়া অভিযোগে তারা লিখেছেন, আমাদের ক্যাম্পাসে নিরাপদ ও স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। যারা এতদিন আমাদের হেনস্তা করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত