নীলফামারীতে অসহায় দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী পৌরসভা।
শুক্রবার বিকেলে শিল্পকলা অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্বিক সহযোগীতায় ৪’শ জনের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।
নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর, যুগ্ম আহবায়ক সাইয়েদ জামান রাজু, রতন সরকার, রইসুল ইসলাম অম্লান ও বোরহান আহমেদ বক্তব্য দেন।
পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম জানান, এরআগে আরো ৩’শ জনের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয় পরিচ্ছন্নতা কর্মী, হরিজন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির মাঝে।