বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
দর্শকদের প্ল্যাকার্ডে লেখা ‘রাজশাহীর জন্য মুক্ত হস্তে দান করুন’
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৬:২৬ PM আপডেট: ২৯.০১.২০২৫ ৬:৩৭ PM
চলমান বিপিএলে সবচেয়ে বেশি বিতর্ক যাদের ঘিরে, রাজশাহী সেই দল। খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে বেহাল দশা তাদের। যা নিয়ে বিরক্ত দেশি-বিদেশি ক্রিকেট সংগঠন ও ভক্তরা। 

পারিশ্রমিক নিয়ে গড়িমসি করা রাজশাহীকে নিয়ে এবার ট্রল করলো ক্রিকেট ভক্তরা। আজ বুধবার (২৯ জানুয়ারি) মিরপুরে বিপিএল দেখতে আসা কয়েকজনকে দেখা গেল একটি প্লেকার্ড বানাতে। যাতে লেখা— ‘রাজশাহীর জন্য মুক্ত হস্তে দান করুন, দেশের সম্মান রক্ষা করুন।’ যেটি জন্ম দিয়েছে সমালোচনার।

খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের অনিশ্চয়তার মধ্যেই নতুন সংকটে পড়েছেন রাজশাহীর ক্রিকেটাররা। এবার তাদেরকে ঢাকার হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজমেন্ট। 
জানা যায়, যে ক্রিকেটাররা ঢাকার বাইরে থেকে এসেছেন, তারা থাকবেন হোটেলে, তবে যারা ঢাকায় বসবাস করেন, তাদের চেক আউট করতে বলা হয়েছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের দাবি তাসকিনদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিন দিনের ছুটি দেওয়া হয়েছে। তারা আগামী ১ ফেব্রুয়ারিতে আবার চেক ইন করবে।

ক্রিকেটারদের কাছে পাঠানো এক বার্তায় ম্যানেজমেন্ট জানিয়েছে—সাথে থাকার জন্য, আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সাহায্য ছাড়া এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হতো না। পয়েন্ট টেবিল অনুযায়ী আমাদের বর্তমান অবস্থান বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যারা ঢাকার বাইরে থাকেন তারা এই হোটেলে অবস্থান করবেন এবং যারা ঢাকায় নিজেদের বাড়িতে থাকেন, তাদেরকে আজ চেক আউট করার অনুরোধ করা হচ্ছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত