তুরাগ নদের তীরে শুরায়ী নেজামের তত্বাবধানে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। সোমবার বাদ যোহর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে রবিবার রাত থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ময়দানে আসতে থাকে সাধারণ মুসল্লীরা। বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ লাট। মাঠজুড়ে বিশাল শামিয়ানার নিচে ছোট ছোট দলে ভাগ হয়ে অবস্থান করছেন অংশগ্রহণকারী মুসল্লিরা।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সোমবার সকাল এগারোটার দিকে বিশ্ব ইজতেমা কন্ট্রোল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ইজতেমার স্বার্বিক পরিস্থিতি তুলে ধরে পুলিশ কমিশনার ড: নাজমুল করিম খান বলেন, ইজতেমায় আগত বিদেশী মুসল্লীদের সুবিধার্তে ইজতেমা ময়দানের বিদেশি কিত্তায় অনলাইন জিডি কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া প্রশাসনের অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে গন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এবারের ইজতেমায় বিশ্বের ৭২ টি দেশের ৩ হাজার ২ শত ৫৬ জন বিদেশি মুসল্লী ময়দানে উপস্থিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তাবলীগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।