কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুমকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।
কুমিল্লা সদরে অবস্থিত ভিক্টোরিয়া কলেজের পাশ থেকে তাকে পুলিশে দেওয়া হয়। কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থী মাসুম একটি বিষয়ের পরীক্ষা দিতে ভিক্টোরিয়া কলেজে যাচ্ছিলেন বলে জানা গেছে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগেই বৈষম্যবিরোধী ছাত্রজনতা তাকে ধরে মারধর ও পুলিশের সোপর্দ করে। সেখান থেকে পুলিশ তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, ‘মাসুমকে আগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে শিগগিরই আদালতে পাঠানো হবে।’
এলএলবি পরীক্ষা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক রতন আলী বলেন, ‘পরীক্ষা শুরু পর কয়েকজন ছাত্র মাসুমকে বাইরে নিয়ে যায়। মাসুম ছাত্রলীগ করতেন কি না, তা জানি না। আমি পরীক্ষার ডিউটিতে ছিলাম।’
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর মাসুমের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে বলে জানা গেছে।