শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাম্পান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৮ PM
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম আয়োজিত সাংবাদিক ফুটবল টুর্নামেন্টে সাম্পান চ্যাম্পিয়ন হয়েছে। চরম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনাল খেলায় কর্ণফুলী টিমকে এক শূন্য গোলে পরাজিত করে সাম্পান দল চ্যাম্পিয়ন হয়। খেলায় একমাত্র গোলটি করেন চ্যানেল আইয়ের রাশেদ। 

নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজিত উক্ত ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ের খেলায়  কর্ণফুলী হালদা টিমকে দুই এক গোলে পরাজিত করে ফাইনালে এবং সাম্পান দল সাঙ্গুকে ২-০  গোলে হারিয়ে ফাইনাল উঠে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। তিনি বলেন, এই পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের আয়োজন সাংবাদিকদের তাদের দৈনন্দিন পেশাগত চাপের একঘেয়েমিতা কাটিয়ে উজ্জীবিত করতে সহায়তা করবে। তিনি সিআরএফের সার্বিক অগ্রগতিতে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সভাপতি কাজী আবুল মনসুর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সি প্লাস টিভি সম্পাদক আলমগীর অপু, সাধারণ সম্পাদক সাংবাদিক আলিউর রহমান, ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি সাইফুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পারভেজ।  ফুটবল খেলা পরিচালনা করেন ফিফার প্রাক্তন রেফারি আব্দুল হান্নান মিরন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত